The Astrological e-Magazine

SANSKRITAM- THE SOUL OF INDIA AND INDIAN LIFE

BY Prof.Rishabh shastri  


 

 

 

 

 

 

 

 

 

SANSKRITAM- THE SOUL OF INDIA AND INDIAN LIFE

  BY Prof. Rishabh shastri  

সংস্কৃত ভাষা শুধুমাত্র পুজো-পাঠ বা পৌরহিত্যের জন্য নয়। সংস্কৃত ভাষা সনাতন ধর্ম/হিন্দু ধর্ম,দর্শন, সংস্কৃতি, ন্যায়-নীতি, জীবন ধারা ও আদর্শ, শিক্ষা ও মূল্যবোধ, যোগ, জ্যোতিষ, সামুদ্রিক শাস্ত্র, বাস্তুশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান, তন্ত্র-মন্ত্র ও পূজা-পাঠ, আয়ুর্বেদ, সঙ্গীত, নাটক, সাহিত্য, ব্যাকরণ-ছন্দ-কাব্য, বেদ-বেদান্ত, গীতা, স্মৃতি, পুরাণ, মহাকাব্য, উপনিষদ, ইতিহাস,ভাষাতত্ত্ব, নৃতত্ত্ব, অর্থনীতি, যুদ্ধবিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রনীতি, সমাজতত্ত্ব, পরিবেশ বিদ্যা প্রভৃতির আকর বা মুল উৎস (Great & Rich Resource)। সেই জন্য উচ্চশিক্ষা স্তরের সমস্ত ধরনের গবেষণায় সংস্কৃত জানা অতি আবশ্যক। আমেরিকা, ইউরোপ ও জার্মানি সহ বিশ্বের বহু দেশে সংস্কৃত ভাষা ও সাহিত্যের চর্চা, পঠন-পাঠন ও গবেষণা চলছে। জার্মানির 14-টি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ সহ সংস্কৃতে পিএইচডি (Ph.D.) পড়ান হয়। আধুনিক কম্পিউটার বিজ্ঞানীদের মতে সংস্কৃত ভাষা বিশ্বের একমাত্র বিজ্ঞান সম্মত ভাষা।

সংস্কৃত ভাষা অধিকাংশ ভারতীয় ভাষার জননী স্বরূপ। সংস্কৃত ভাষা কঠিন নয় বরং সংস্কৃত ভাষা খুবই সুললিত, শ্রুতি মধুর, সুসংবদ্ধ, ছন্দময় এবং বিজ্ঞান সম্মত ভাষা। ফলে বহু বিদেশী ছাত্র-ছাত্রী, শিক্ষক, অধ্যাপক, গবেষক, জ্ঞানী-গুণী ও বহু পণ্ডিত ব্যক্তি অনায়াসে সংস্কৃত ভাষা শিখতে পেরেছেন। বাংলা সহ সকল ভারতীয় ভাষার ৭০% থেকে ৮০% শব্দই সরাসরি সংস্কৃত ভাষা থেকে নেওয়া অথবা রুপ পরিবর্তন করে নিয়ে ব্যবহার করা হয়েছে। একটু চেষ্টা করলে আপনিও সহজে সংস্কৃত ভাষা শিখতে পারবেন, কথা বলতে পারবেন, পুজা-পাঠ করতে পারবেন, বই পড়তে পারবেন, বিভিন্ন মন্ত্র, শ্লোক, বাণী, ঊধৃতির অর্থ বুঝতে পারবেন। এমন কি সংস্কৃতে লিখতে ও পড়তে পারবেন। আসুন সংস্কৃতে কথা বলার মাধ্যমে সংস্কৃত ভাষা শেখা শুরু করি । 

সংস্কৃত আপনার মনে ঘুমিয়ে আছে। সমস্ত দ্বিধা-দ্বন্দ্ব সরিয়ে নতুন করে আবার শুরু করুন। তাহলে দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আবার সবকিছু মনে পড়ে যাচ্ছে। মনে রাখবেন, সকল ভারতীয় এবং সকল জ্যোতিষী, পূজারি, পুরোহিত, ছাত্র-ছাত্রী, শিক্ষক, অধ্যাপক, গবেষক, আস্তিক ও ধর্মপ্রাণ ব্যক্তির সংস্কৃত ভাষা জানা অবশ্য কর্তব্য।

জয়তু সংস্কৃতম ।

সংস্কৃত শিখুন-সংস্কৃত বলুন–সংস্কৃত পড়ুন    

জয়তু সংস্কৃতম -- বদতু সংস্কৃতম--জয় ভারত - জয় ভারতী  

Thanks for reading this short Article

Jay Maa Tara 

Sarvesang Mangalam Bhavatu

Prof. Rishabh Shastri

P.S. SPOKEN SANSKRIT CAN BE LEARNT BY ORAL LESSONS WITHIN 10 TO 20 DAYS