The Astrological e-Magazine

শুভ ভুত চতুর্দশী

অধ্যাপক ঋষভ শাস্ত্রী


======শুভ সন্ধা====শুভ ভুত চতুর্দশী=======   

সকলকে ভূত চতুর্দশীর ভৌতিক শুভেচ্ছা

চোদ্দ রকম ভূতের পরিচয় কী আপনার জানা আছে ?

আসুন আজ তাহলে জেনেই নিই ...........

 

১) আলেয়া (জলাজমির আলোকে আগে ভূত বলেই ভাবা হতো)।

২) পেত্নী (অবিবাহিত মহিলার ভূত)।

৩) স্কন্ধকাটা (দুর্ঘটনায় মাথা কাটা গেছে, তাদের ভূত)।

৪) বেতাল (শ্মশানবাসী ভূত)।

৫) মেছো ভূত (মাছখেকো ভূত)।

৬) ব্রহ্মদৈত্য (ব্রাহ্মণের ভূত)।

৭) একানড়ে (দরিদ্র শ্রেণির ভূত, মূলত তালগাছে থাকে এবং শিশুদের ভয় দেখায়)।

৮) গেছো ভূত (গাছে বসবাসকারী ভূত)।

৯) মামদো ভূত (ইসলাম ধর্মাবলম্বীদের ভূত)।

১০) শাঁখচুন্নি (বিবাহিত মহিলার ভূত)।

১১) পেঁচাপেঁচি (জঙ্গলে বসবাসকারী ভূত, সঙ্গী নিয়ে ঘোরে)।

১২) চোরাচুন্নি (চোরদের ভূত)।

১৩) কানাভুলো (নির্জন স্থানে পথিকদের পথ ভুলিয়ে দেয়) এবং

১৪) নিশি (গভীর রাতে শিকারকে তার প্রিয় মানুষের গলায় নাম ধরে ডাকে এবং বাডির বাইরে নির্জন স্থানে নিয়ে গিয়ে হত্যা করে)।

ভৌতিক শুভেচ্ছান্তে - অধ্যাপক ঋষভ শাস্ত্রী

(সংগৃহীত)