Find Box |
The Three Wise Monkies (রহস্যময় মহাজ্ঞানী তিন বাঁদরের গল্প)
(তিন বাঁদরের নাম, মিজারু, কিকাজারু, আইওয়াজারু)
See No Evil, Hear No Evil, Speak No Evil” (প্রদত্ত চিত্র দেখুন)
By Prof. Rishabh Shastri
ছোটবেলা থেকে নানা ভাবে তিনটে বানর যুক্ত এক মজার ছবি দেখে আসছি। আপনারাও দেখেছেন এটা বিভিন্ন জায়গায়, বিভিন্ন পরিবেশে ও বিভিন্ন পরিপেক্ষিতে। এই তিন মহাজ্ঞানী বানর এতটাই জনপ্রিয় যে এদের নিয়ে স্মার্টফোনে ইমোজিও রয়েছে। এই তিন বানরের ছবি নিয়ে রয়েছে বহু চিত্রকর্ম, বহু স্থাপত্য, ভাস্কর্য, নানা পট চিত্র, মূর্ত্তি ও সুদৃশ্য ক্যালেন্ডার।
কিন্তু এই তিন বানর আসলে কী বোঝাচ্ছে ? এরা কারা ? কেনই বা এরা এত জনপ্রিয় ? চলুন আজকে জেনে নিই এই তিন মহাজ্ঞানী বানরের অজানা কাহিনী।
“দ্য থ্রি ওয়াইজ মাঙ্কিজ” বা তিন মহাজ্ঞানী বানর নামে পরিচিত এই তিনটি বানর আসলে একটি প্রবচনের সচিত্র রূপ। কনফুসিয়াসের রচনাবলীর একটি অংশে রয়েছে “সঙ্গতির বিপরীতে কোনো কিছু দেখো না, সঙ্গতির বিপরীতে কোনো কিছু শুনো না, সঙ্গতির বিপরীতে কোনো কিছু বলো না এবং সঙ্গতির বিপরীতে যায় এমন কোনো কিছু করো না।“ সহজ কথায় প্রবচনটি হলো, “See No Evil, Hear No Evil, Speak No Evil”। অর্থাৎ, “খারাপ কিছু দেখো না, খারাপ কিছু শুনো না খারাপ কিছু বলো না”।
এই দর্শনের বাস্তব রূপ কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে মানুষ টিভিতে, চলচ্চিত্রে ও দৈনন্দিন জীবনে যে সব ভয়াবহ, হিংসাত্বক ঘটনা, অপরাধ, খুন, হত্যা, রাহাজানি প্রভৃতি দেখে তা বাস্তবে মানুষকে এসব অপরাধ করতে অনুপ্রাণিত করছে। শিশু ও কিশোররা মারামারি, যুদ্ধ, নিষ্ঠুরতাযুক্ত ভিডিও গেমস খেলে বিভিন্ন অপরাধ ও হিংসাত্বক নানা ঘটনায় জড়িয়ে পড়ছে। ঠিক এ কারণেই তিন জ্ঞানী বানরের প্রথম বানরটি খারাপ কিছু দেখতে নিষেধ করছে। পরের বানরটি খারাপ কিছু শুনতে মানা করছে। যার কারণ প্রথম কারণটির অনুরূপ। আর সর্বশেষ বানরটি আসলে প্রথম দুটি কাজের ফলাফল নির্দেশ করছে। অর্থাৎ আপনি যখন -খারাপ কিছু দেখবেন না, খারাপ কিছু শুনবেন না, তখন স্বাভাবিক ভাবে তার ফল হিসেবে আপনি খারাপ কিছু বলবেন না। অর্থাত আপনি শুদ্ধ থাকতে পারবেন। এভাবেই তিন মহাজ্ঞানী বানর আমাদেরকে সকল খারাপ কাজ থেকে দূরে থাকার উপায় বাতলে দিচ্ছে। তাই আজ থেকে এই তিন বানরকে শুধু ফোনের মজার ইমোজি হিসেবে বা মেসেঞ্জারে মজার মেসেজে ব্যবহার না করে, এই তিন বানরের শিক্ষাকে আমরা আমাদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। তাহলে হয়তো আপনি, আমি ও আমরা সকলে কিছুটা হলেও খারাপ কাজ থেকে নিজেদের দূরে রাখতে পারব।
।। জয় মা তারা ।।
।। সর্বেষাং মঙ্গলম ভবতু ।।
Thanks For Reading This Article
Collected, Abridged, Edited & Retold
By Prof. Rishabh Shastri
Consultant Astrologer
Contact – 9051879028/9831695057